র্যাব-১২ এর পৃথক দুই অভিযানে হেরোইন ও গাজাঁ সহ গ্রেফতার ০৩ জন

র্যাব-১২ এর নিকট তথ্য আসে, মাদকের একটি চালান লেনদেন হতে চলেছে পাবনা সদর এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা সদর এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান চালান র্যাব-১২ এর একটি অপারেশন টিম।
বুধবার পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় এক মাদক কারবারিকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ০৫ গ্রাম হেরোইন।
অন্যদিকে, বৃহস্পতিবার বগুড়ার শাহজাহানপুর এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারীকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯ কেজি গাজাঁ।