যাত্রাবাড়ী থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব

বিডিএফএন লাইভ.কম
গত ১৯ মার্চ আনুমানিক ১৪:৪৫ ঘটিকা হতে ১৬:৪৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪,৪২,০০০/- (চব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা মূল্যের ৮১৪ (আটশত চৌদ্দ) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামরুল মজুমদার (২৬) বলে জানা যায়।
এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ১টি মোবাইল ফোন ও নগদ- ৩০০০/- (তিন হাজার) টাকা জব্দ করা হয়।