দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব-৩

ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ মেহেদী হাসান সুমন (৩০)’কে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা হতে উত্তরা পশ্চিম থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ মেহেদী হাসান সুমন (৩০), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক প্রধান, সাং-তালুক সোনাই ডাঙ্গা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে ১৭/০৮/২০২৩ তারিখ ২১০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানায় ০৫/১২/২০২২ তারিখের একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে। সবশেষে গতকাল র্যাব-৩ এর গোয়েন্দা নজরদারীতে গ্রেফতার হয় এই ধর্ষক। এসকল অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৩ এর অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।