বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইফার আলোচনা ও পুরস্কার বিতরনণ

ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে খতমে কোরআন ইসলামিক সংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরনণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারোজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সস্পাদক এ এইচ এম জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদসহ বিভিন্ন মসজিদের ইমাম গন উপস্থিত ছিলেন।