South east bank ad

গুলশানে আকাশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফটো কনটেস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ০২:৩৫ অপরাহ্ন   |   ব্যাংক

গুলশানে আকাশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফটো কনটেস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর
ডিটিএইচ ব্র্যান্ড আকাশ ডিভাইসের ছবি তুলে পুরস্কার হিসেবে ১০টি টেলিভিশন পেয়েছেন গ্রাহকরা। দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবাদাতা এ ব্র্যান্ড আকাশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ডিজিটাল ফটো কনটেস্টের আওতায় গ্রাহকরা এ পুরস্কার জিতে নেন।
রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে  ঢাকার দুজন বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয়। 
এছাড়া দেশের বিভিন্ন জেলার আকাশ ডিজিটাল ফটো কনটেস্ট বিজয়ীদের বাড়িতে পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়। 
গত মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ বেক্সিমকো কমিউনিকেশন্স এ তথ্য জানায়। 
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মোহাম্মদ মাকসুদুল গণি এবং হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।
ডিজিটাল ফটো কনটেস্টের বিজয়ীরা হলেন- হবিগঞ্জের নিপা চৌধুরী, সিলেটের ফয়জুল কবির সজিব, ময়মনসিংহের আজাদ রহমান, রাজবাড়ীর প্রসেনজিৎ কুমার, ঢাকার সুমিতা ভট্টাচার্য, যশোর শামিম কাওসার বাধন, গাজীপুরের নুরুন্নবী এবং বরিশালের শিমা রায়।
এছাড়াও ঢাকার মধ্য বাড্ডার ইমরান আহমেদ খান ও ডেমরার সুমাইয়া খান আশা। পুরস্কার হিসেবে তারা সবাই স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন। 
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত মাসে ডিজিটাল এ ফটো কনটেস্ট চালু করে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ। যেখানে গ্রাহকরা পরিবারের সঙ্গে আকাশ ডিভাইসের যেকোনো পার্টের (ডিশ, সেটটপ বক্স ও রিমোট) ছবি তুলে হ্যাশট্যাগ আমার আকাশ লিখে ফেসবুকে আপলোড করেন।
উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে মাত্র ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করে দেশের অন্যতম ফটোগ্রাফার প্রীত রেজা। চলতি মাসের ৮ জুন মঙ্গলবার ২০২১ইং তারিখ আকাশের অফিসিয়াল ফেসবুক পেজে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: