South east bank ad

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া গ্রেপ্তার

 প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন   |   পুলিশ

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (৩০ জুন) রাতে জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সুজন বড়ুয়া সাইমন (২৯) খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ.আর.এম মোজাফ্ফর হোসেন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুজন বুড়য়াকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে খাগড়াছড়ী জেলার লক্ষীছড়ি থানার চুরি এবং নাশকতা সংক্রান্তে ২টি মামলা রয়েছে। এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।

BBS cable ad