‘পেরোল ব্যাংকিং’ : এনআরবি ব্যাংক ও এ্যালায়েন্স প্রোপার্টিজের সমঝোতা চুক্তি

এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ ও এ্যালায়েন্স প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রাজী হায়দার রিজভী ‘পেরোল ব্যাংকিং’ শীর্ষক এক সমঝোতা চুক্তি সই করেছেন। এ চুক্তির ফলে অ্যালায়েন্স প্রোপার্টিজ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্যালারি একাউন্ট পরিচালনার ক্ষেত্রে এখন থেকে এনআরবি ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধা পাবেন।
সম্প্রতি এ্যালায়েন্স প্রোপার্টিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি সই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন এ্যালায়েন্স প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ জাকী হাইদার রিজভী, এ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী জওহর রিজভী এবং এনআরবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অলি আহাদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।