South east bank ad

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই সভাপতির বৈঠক

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০২:৩৭ অপরাহ্ন   |   ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই সভাপতির বৈঠক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে গতকাল বুধবার ৩০ জুন ২০২১ইং তারিখ তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। 
এ সময় ঋণ বিরূপ মানে শ্রেণীকরণ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আলোচনা করেন এফবিসিসিআই সভাপতি। 
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, আমীন হেলালী এবং সাবেক পরিচালক মঞ্জুর আহমেদ। 
এফবিসিসিআই সভাপতি বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমেও ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
বিশ্বজুড়ে বিধ্বস্ত অর্থনৈতিক কার্যক্রমের অনিশ্চিত পুনরুদ্ধারের পটভূমিতে ঋণগ্রহীতারা ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করার সক্ষমতা হারাচ্ছেন। অধিকাংশ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সচল রাখতে হিমশিম খাচ্ছেন এবং ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারছেন না।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: