কঠোর লকডাউনে ক্ষুধার্তদের মধ্যে ঢাকা ক্লাবের পক্ষ থেকে খাদ্য বিতরণ

মহামারি করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধে ক্ষুধার্তদের মধ্যে খাদ্য বিতরণ করেছে ঢাকা ক্লাব লিমিটেড।
সামাজিক সংস্থা লিজার মেহমান খানার সহযোগিতায় গতকাল সোমবার ৫ জুলাই ২০২১ইং তারিখ রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি এলাকায় অনাহারী মানুষ ও ক্ষুধার্তদের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ আশকারি, মোহাম্মদ আলী দ্বীন, আবু মুহাম্মদ সাদাত (অমি), মৃণাল কান্তি দাস, সিএসআর কমিটির উপদেষ্টা শ্যামল দত্ত প্রমুখ।