বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অটোমেটেড চালান সিস্টেমের চুক্তি করেছে এবি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) চুক্তি স্বাক্ষর করেছে এবি ব্যাংক লিমিটেড। এ চুক্তির আওতায় এবি ব্যাংকের সব শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স ও সরকারি অন্যান্য ফি জমা দেয়া যাবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসেন এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাজ্জাদ হুসাইন এ চুক্তিতে সই করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।