করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ওয়ান ব্যাংক লিমিটেড

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ব্যাংকের বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দেশ ব্যাপি সর্বমোট ৮৩১২টি পরিবারের প্রত্যেককে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, লবন, পেয়াঁজ, ১০০ গ্রাম মরিচের গুড়া ও ১টি সাবানসহ প্যাকেজ দেওয়া হয়েছে।
এই কার্যক্রমটি সফলভাবে পরিচালনায় আমাদের সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, ১০ নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ এবং চাটখিল ইউনিয়ন পরিষদ। এছাড়াও সহযোগিতায় ছিল ব্র্যাক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক), মুসলিম এইড বাংলাদেশ, নোয়াখালী রূরাল ডেভেলপমেন্ট সোসাইটি, জাগরনী চক্র ফাউন্ডেশন, সমন্বিত আত্মনির্ভরশীল সমাজ সংস্থা, সেতু, রিজোওলান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মর্ডান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ।