শিরোনাম

South east bank ad

দিনাজপুরে ৬ অটো রাইস মিলে অভিযান, জরিমানা

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন   |   দেশ

দিনাজপুরে ৬ অটো রাইস মিলে অভিযান, জরিমানা

দিনাজপুরে ছয় অটো রাইস মিলে অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোক্তা অধিকার ও সেনাবাহিনী এ যৌথ অভিযান চালায়।

অভিযানে সদর উপজেলার ১ নম্বর বড়ইল এলাকার বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুড়ির মিলকে ৫০ হাজার, সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিলকে ৩৫ হাজার, মেসার্স নিলুফা অটোমেটিক রাইস মিলসকে ২৫ হাজার, বিসমিল্লাহ অটো রাইস মিলসকে ৫০ হাজার এবং পূবালী অটো রাইস মিলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, ‘বর্তমানে বোরো খাদ্যশস্য সংগ্রহের মৌসুম চলছে।

দিনাজপুর জেলায় ২৫-৩০টি অটোমেটিক রাইস মিল চুক্তি অনুযায়ী ধান গুদামে সরবরাহ করছে না। কী কারণে তারা সরবরাহ করছে না এ ঘটনা উদঘাটনে অভিযান চালানো হয়। অভিযানে আমরা ছয়টি মিল পরিদর্শন করে দেখলাম সেগুলোতে প্রচুর পরিমাণ ধান মজুদ রয়েছে এবং নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার পরও সরকারের চুক্তি অনুযায়ী চাল তারা সরবরাহ করছে না।
মিলের লাইসেন্স অনুযায়ী এক মাস মিলে ধান মজুদ করতে পারে।’

খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘আমরা ছয়টি মিলেই দেখেছি অতিরিক্ত লাভের আশায় মিল মালিকরা ধান মজুদ করেছে। অবৈধ ধান মজুদ রাখায় ছয়টি মিলকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে সব মিলারের কাছ থেকে ৭ আগস্টের মধ্যে ধান সরবরাহ করার অঙ্গীকারনামা নেওয়া হয়।

আমরা দিনাজপুর জেলার সব মিল মালিককে বলতে চাই, সরকারের সঙ্গে আপনারা যে চুক্তি করেছেন, সে অনুযায়ী শতভাগ চাল আগামী ৭ আগস্টের মধ্যে সরকারি গুদামে জমা দেবেন। পাশাপাশি কোনো মিলে অবৈধভাবে এক মাসের বেশি ধান মজুদ না করা হয়। যদি কেউ মজুদ করে, তাহলে আমরা এভাবেই অভিযান চালাব।’ 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

BBS cable ad