রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ।
জানা যায়, গত সোমবার (২৮ জুলাই) ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর একটি ছবি পোস্ট করা থেকে ঘটনার সূত্রপাত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে শতাধিক মানুষ জড়ো হয়ে আলদাদপুর বালাপাড়া হিন্দু পাড়ায় হামলা চালায়।
হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে, এমনকি ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
হামলার ঘটনায় ২২টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে ১৯টি পরিবার পুনরায় নিজেদের বাড়িতে ফিরে এলেও ৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে।
হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদি হয়ে গংগাচড়া মডেল থানায় অজ্ঞাতনামা দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। মামলার মাত্র একদিনের মধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ঘর মেরামতের জন্য সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এলাকায় সেনা ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।