South east bank ad

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন   |   দেশ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন
পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

 


এ নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আটক ২৪ জনের মধ্যে ছয়জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানায়সহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।  

জানা গেছে, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, বাগেরহাট এলাকায়। আর একজন ভারতীয় নাগরিক বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার পরিচয় নিশ্চিত হয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ওসি আজিম উদ্দীন বাংলানিউজকে বলেন, সীমান্তে পুশইন হওয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি। আপাতত তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, পঞ্চগড়ের পৃথক দুই সীমান্তে ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এরপর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

..
BBS cable ad