দ্য প্রিমিয়ার ব্যাংক ও সিমকো হোল্ডিংসের মধ্যে সমঝোতা চুক্তি সই

দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও সিমকো হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোরশেদ এবং সিমকো ব্যবস্থাপনা পরিচালক খুরর্ম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।
এ সময় উপস্থিতি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজুল করিম এবং সিমকো হোল্ডিংসের চেয়ারম্যান মোজাফফ্র উদ্দীন সিদ্দিক।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সৈয়দ আবুল হাশেম, ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. তারেক উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ রুবেল মিয়া, সিমকো হোল্ডিংসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল হালিম উপস্থিত ছিলেন।