South east bank ad

বিইএফের সভাপতি আরদাশীর কবির এবং সহসভাপতি সুস্মিতা আনিস

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০২:৩২ অপরাহ্ন   |   কর্পোরেট

বিইএফের সভাপতি আরদাশীর কবির এবং সহসভাপতি সুস্মিতা আনিস
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরদাশীর কবির ও সুস্মিতা আনিস। ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।
আরদাশীর কবির সাতগাঁও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কোম্পানি লিমিটেডের একজন পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি। তিনি দৈনিক সংবাদের পরিচালক ও নির্বাহী পরিচালক এবং লাবনী করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আরদাশীর কবির এর আগে ২০১৭-১৯ মেয়াদে বিইএফের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি এডভাগ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন। 

এছাড়া তিনি এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, প্রিমিয়াফ্রেক্স প্লাস্টিকস লিমিটেড, ক্রিয়েটিভ কমিউনিকেশনসসহ বেশ কিছু প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: