দেশব্যাপী শিল্পশ্রমিকদের মাঝে ত্রাণ উপহার বিতরণ করলো বসুন্ধরা ফুড এন্ড মাল্টি ফুড

কোভিড ১৯ মহামারীতে আক্রান্ত পুরো বিশ্ব বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। করোনামহামারীরসেইচ্যালেঞ্জ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতমবৃহৎশিল্প-গোষ্ঠীবসুন্ধরা গ্রুপ।আর তারই ধারবাহিকতায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান এর উদ্যোগও নির্দেশনায় বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড এর আয়োজনে দেশ ব্যাপী শিল্প সংশ্লিষ্ট শ্রমিকযোদ্ধাদের কষ্ট লাঘব করতে নেয়া হয়েছে বিশেষ ত্রান সহায়তা কার্যক্রম।
দেশব্যাপী ছড়িয়ে থাকা ৮,০০০ (আট হাজার) শিল্পশ্রমিক পরিবারকে ত্রাণ হিসাবে দেয়া হচ্ছে উপহার যেখানে থাকছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। গতকাল (১০ইআগস্ট), ঢাকারমৌলভীবাজার, ভৈরববাজার, সাভার, ময়মনসিংহএবংচাঁদপুরেরপুরানবাজারএলাকায়ত্রাণউপহারসামগ্রীপৌঁছেদেয়াহয়।বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডএর হেড অফ সেলস (বাল্ক) জনাব রেদোয়ানুর রহমান এর নেতৃত্বে বিজনেস পার্টনারসদের (ট্রেডারস) সাথে নিয়ে দেশব্যাপী ছড়িয়ে থাকা এই শ্রমিকযোদ্ধা ও তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য উপহার সামগ্রী বিতরণ করেন।
প্রাথমিকভাবে দেশের ৮ টি বিভাগে সর্বমোট ৮,০০০ (আট হাজার) শিল্পশ্রমিক পরিবার পাচ্ছেন এই উপহার সহায়তা। সহযোগিতার এই ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।