ময়মনসিংহে বিসিকের নতুন আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোশতাক হাসান

বিভাগীয় শহর ময়মনসিংহে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব ভবন স্থাপনের লক্ষ্যে নির্মিতব্য আটতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মোশতাক হাসান।
গত সোমবার ৯ আগস্ট এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিসিকের সেবা বিকেন্দ্রীকরণ ও সহজীকরণের লক্ষ্যে বিসিক চারটি বিভাগীয় শহরে (ময়মনসিংহ, রংপুর, সিলেট ও খুলনায়) আরো চারটি নতুন আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
বিসিক ময়মনসিংহ জেলা কার্যালয়ের ডিজিএম মো. আব্দুস ছালাম জানান, ৮ কোটিরও অধিক টাকা ব্যয়ে ৫ হাজার ২০০ স্কয়ার ফুটের আটতলা ভিত্তির ওপর বর্তমানে ছয়তলা সম্পন্ন করা হবে। এ ভবনে আঞ্চলিক কার্যালয় ছাড়াও ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, প্রধান প্রকৌশলী মো. আব্দুল খালেক, ত্রিশাল উপজেলার ইউএনও মো. মোস্তাফিজুর রহমান, বিসিক উপব্যবস্থাপক উম্মে সালমা প্রমুখ।