বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সৈয়দ নজরুল ইসলাম

তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান দেশের বাইরে যাওয়ার প্রেক্ষিতে সৈয়দ নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিদেশ থেকে ফেরত আসা পর্যন্ত ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বর্তমান করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে পোশাক শিল্পের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।