বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর জমি পেল সুপার রিফাইনারি

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর জমি বরাদ্দ পেয়েছে সুপার রিফাইনারি (প্রাইভেট) লিমিটেড নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে জমি ইজারা চুক্তি হয়েছে।
বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) অতিরিক্ত সচিব আলী আহসান এবং সুপার রিফাইনারির ডিএমডি শাজির আহমেদ এ চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন। চুক্তি অনুসারে সুপার রিফাইনারি ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগ করে মিরসরাইয়ে চারটি কারখানা স্থাপন করবে। যাতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হবে। এসব কারখানায় অন্তত ২০৩ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।