শিরোনাম

South east bank ad

সিআইইউতে ক্যারিয়ার-বিষয়ক অনুষ্ঠান

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৪ অপরাহ্ন   |   কর্পোরেট

সিআইইউতে ক্যারিয়ার-বিষয়ক অনুষ্ঠান
করপোরেট জগতের হালচাল আর সাক্ষাত্কারে কী করা উচিত, কী করা উচিত নয়—এমন বিষয় নিয়ে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘ইন্টারভিউ ডুস অ্যান্ড ডোন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি আপডেটস’ শীর্ষক ক্যারিয়ার-বিষয়ক অনুষ্ঠান।

সিআইইউ বিজনেস স্কুল সম্প্রতি এলএফই কোর্স-২০১-এর আওতায় অনলাইনে এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চট্টগ্রাম বিজনেস সার্কেলের মার্কেটিং হেড মাসুম আল মোকাররাবিন।

সিআইইউ বিজনেস স্কুলের মার্কেটিং বিভাগের লেকচারার সায়ীদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের চট্টগ্রাম বিজনেস সার্কেলের মার্কেটিং কমিউনিকেশনস প্রধান আবদুল্লাহ আল নূর। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের অভিমত ব্যক্ত করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: