স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ : চট্টগ্রাম, জামালপুর ও বগুড়ায় ৩টি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হসপিটাল, টিএমএসএস এবং ইউনাইটেড ট্রাস্টের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ অংশীদারিত্বের আওতায় ওই প্রতিষ্ঠানগুলো দ্বারা পরিচালিত দাতব্য হাসপাতালের জন্য ৩টি অক্সিজেন প্লান্ট স্থাপন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। হাসপাতালগুলো দেশের চট্টগ্রাম, জামালপুর ও বগুড়া জেলায় অবস্থিত।
এ অংশীদারিত্বের আওতায় হাসপাতালগুলো যাতে স্বয়ংসম্পূর্ণভাবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম হয়, সেজন্য ৩টি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্লান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ প্লান্টগুলোর মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ১ হাজার ৩৪৭ লিটার।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, চলমান করোনা ভাইরাস মহামারিতে আমরা বুঝতে পেরেছি যে অক্সিজেনের গুরুত্ব কতটা। এ অংশীদারিত্বের ফলে শিগগিরই আমরা পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে সক্ষম হব বলে আমি আশাবাদী।