চট্টগ্রামের বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির সভা গতকাল শনিবার ১৮ সেপ্টেম্বর বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রাকিব আল নাছের। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক এএম শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান এসএম মঞ্জুরুল হুদা চৌধুরী, সাদেকুর রহমান চৌধুরী, বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির সদস্য গাজী মো. শহিদুল্লাহ, এসএম ইলিয়াস চৌধুরী, আলহাজ মো. আবু তাহের প্রমুখ।