শেলটেক ও জাগো ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি সই

সম্প্রতি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেড ও জাগো ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। চুক্তিতে সই করেন শেলটেক (প্রা.) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শরীফ হোসেন ভূঁইয়া এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করভী রাখসান্দ।
এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করা।
ওই অনুষ্ঠানের মাধ্যমে শেলটেক (প্রা.) লিমিটেড ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা প্রদানের যাবতীয় আর্থিক সহায়তার দায়িত্বভার কাঁধে তুলে নিল।
ওই অনুষ্ঠানে শেলটেক (প্রা.) লিমিটেড ও জাগো ফাউন্ডেশনের অন্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।