ইউল্যাবের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সম্প্রতি ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফয়জুল ইসলাম, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তারাসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া রহমান।