শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জে হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ ২

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

নারায়ণগঞ্জে হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ ২
 

নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রোগী ওঠার আগমুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক ৩০ বছর বয়সী বিজয় ও বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার রোজিনা বেগম (৫০)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অ্যাম্বুলেন্সটির রোগী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। রোগী এবং বাচ্চা গাড়িতে ওঠার আগমুহূর্তে চালক যখন গাড়ি স্টার্ট দেন তখন হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একই সঙ্গে আগুনের ঘটনায় হাসপাতালের রোগীরা আতঙ্কে দৌঁড়াদৌড়ি করছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি। এ ঘটনায় চালক সামান্য আহত হয়েছে। তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে। 

BBS cable ad