সাতয়্যা নাদেলা মাইক্রোসফটের নতুন সিইও

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সাতয়্যা নাদেলা। সাবেক সিইও জন থমসনের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে ২০১৪ সালে স্টিভ বালমারকে সরিয়ে সিইও হয়েছিলেন নাদেলা। সিইও-এর দায়িত্ব পুনরায় পাচ্ছেন নাদেলা। পরে থমসন তার জায়গায় বসেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
গত বছর মাইক্রোসফটের গভর্নিং বোর্ড থেকে বিল গেটস সরে যাওয়ায় প্রতিষ্ঠানটির শীর্ষ পদে পরিবর্তন এসেছে। জন থমসন এখন থেকে মাইক্রোসফটের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন