South east bank ad

পদ্মা সেতুর পিলারের সাথে রো রো ফেরির ধাক্কা আহত ১৫ জন

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৫:২৪ অপরাহ্ন   |   সারাদেশ

পদ্মা সেতুর পিলারের সাথে রো রো ফেরির ধাক্কা আহত ১৫ জন

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

পদ্মার তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭নং পিলারের সাথে ধাক্কাে লাগে রো রো ফেরি শাহজালালের। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার  বেলা সাড়ে ১১ টার দিকে পদ্মার মাঝ নদীতে পদ্মা সেতুর ১৭নং পিলারের সাথে এই দুর্ঘটনা ঘটে।
 
ফেরিতে থাকা যাত্রীরা জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭নং পিলারের সাথে ধাক্কায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। তবে এই ধাক্কায় পদ্মা সেতুর পিলারের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে বিষয়টি ভালোভাবে ক্ষতিয়ে দেখছেন সেতু কর্তৃপক্ষ। 

ফেরির মাস্টার আব্দুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের ফলে ফেরি নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়েছিল। ফেরিটি নিয়ন্ত্রণের  অনেক চেষ্টা করে স্রোতের কারণে সম্ভব হয়নি। ফলে সেতুর পিয়ারের সাথে সংঘর্ষ বাধে। তবে ফেরির তেমন বড় ধরনের ক্ষতি হয়নি। 

এদিকে লকডাউনে প্রথম দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাড়ে কিছুটা যাত্রী চাপ রয়েছে। ব্যক্তিগত যানবাহনের  চাপ বৃদ্ধি পাচ্ছে ঘাট এলাকায়।
BBS cable ad