South east bank ad

চাকরিপ্রার্থীদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সেশন আয়োজন

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৪:০৬ অপরাহ্ন   |   সারাদেশ

চাকরিপ্রার্থীদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সেশন আয়োজন
দেশে চাকরিপ্রার্থীদের অংশগ্রহণে একটি সেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ইএসডিজি ফর বিডি প্রজেক্টের আওতায় এটির আয়োজন করা হয়। গতকাল শুক্রবার ৩০ জুলাই বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এ সেশনের আয়োজন করা হয়। এতে প্রায় ১০০ জন চাকরিপ্রার্থী মেয়ে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিজি ফর বিডি প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার শাখিরা আফরোজ। ‘হ্যাকস টু ইওর ড্রিম জব’ শীর্ষক এ সেশনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন সিনিয়র কনসালট্যান্ট বিওয়াইএলসি অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স পারসন পারভিন এস হুদা। 

তিনি তার বক্তব্যে জানান, প্রতিষ্ঠিত হতে মেয়েদের নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর কোনো বিকল্প নেই। চাকরি পেতে নিজেকে এগিয়ে নিতে নিজের ভেতর জেদ থাকতে হয়।

প্রায় দুই ঘণ্টার সেশনে পারভিন হুদা বিভিন্ন প্রেজেন্টেশন তুলে ধরে বলেন, মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। এখান থেকেই তারা পিছিয়ে পড়া শুরু করে। তবে সময় বদলেছে। এখন নিজের সিদ্ধান্ত নিজেদের নেওয়া উচিত। প্রতিদিন পৃথিবীতে লাখ লাখ তথ্য যোগ হচ্ছে। এসব তথ্যের সঙ্গে প্রতিদিন নিজেকে আপডেট রাখতে হবে বলেও মন্তব্য করেন পারভিন হুদা।
BBS cable ad