South east bank ad

নাটোরে শিক্ষার্থীদের সুরক্ষায় ৩০ হাজার মাস্ক উপহার প্রতিমন্ত্রী পলকের

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে  শিক্ষার্থীদের সুরক্ষায় ৩০ হাজার মাস্ক উপহার প্রতিমন্ত্রী পলকের

নাটোর প্রতিনিধি:

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার  শিক্ষার্থীর জন্য উপহার হিসেবে ৩০ হাজার মাস্ক  পাঠিয়েছেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সোমবার (১৩ সেপ্টেম্বর)  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান এবং প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ এর কাছে হস্তান্তর করা হয়।
 
সিংড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩০ হাজার মাস্ক উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলামের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন। 

রুহুল আমিন জানান, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর (১২ সেপ্টেম্বর)  শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সময় শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে তার জন্যই এই মাস্ক এর ব্যবস্থা করেছেন প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি আরো জানান সিংড়ার জনমানুষকে নিরাপদ রাখতে তিনি সর্বদাই সচেষ্ট আছেন।
BBS cable ad