South east bank ad

নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৬ অপরাহ্ন   |   সারাদেশ

নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরে লালপুরে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে তুহিন আলী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনিহারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর উত্তর পাড়া গ্রামের সোহেল রানা ও সুমি বেগম দম্পতির শিশু কন্যা শান্তা ইয়াসমিন (৫) গত শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী রাসেলের ছেলে রিফাত (৪) ও প্রতিবেশী পারুল (৩০) উভয় মিলে পারুলের হারিয়ে যাওয়া মুরগি খোঁজার উদ্দেশ্য বাড়ির পাশের আমবাগানে যায়। আম বাগানে পারুল মুরগি না পেলে রিফাত ও শান্তাকে বাগানে রেখে পারুল বাড়িতে চলে আসে।

এ সুযোগে পাশের গ্রাম দুড়দুড়িয়া কারিগর পাড়ার মিজারুলের ছেলে তুহিন (২৫) এদের সাথে দেখা করে বলে তোমাদের দশ টাকা করে দিব, তোমরা আমার কাছে আসো। তারা তুহিনের কাছে গেলে রিফাতকে অন্য দিকে তাকিয়ে থাকতে বলে শান্তার পরনে থাকা হাফ প্যান্ট খুলে দিয়ে তুহিন তাহার যৌনকামনা চরিতার্থ করার জন্য শান্তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষন করার চেষ্টা করে। উক্ত ঘটনার পরে শান্তাকে ঘটনাস্থলে ফেলে রেখে তুহিন বাড়িতে চলে যায়। পরে শান্তা ও রিফাত বাড়িতে আসে। ঘটনার ২ দিন পরে শান্তার প্রসাবে সমস্যা দেখা দিলে আস্তে আস্তে তার মা বাবার কাছে সবকিছু বলে ফেলে। পরে তার মা-বাবা পরিবারের সবাইকে জানিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টা হয়েছে। আমাদের পুলিশ টিম সেখানে গিয়েছিলো তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
BBS cable ad