South east bank ad

বরগুনায় চালের জন্য ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ অপরাহ্ন   |   সারাদেশ

বরগুনায় চালের জন্য ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার আমতলীতে ভাতিজার ছুরিকাঘাতে নুর ইসলাম মুন্সী নামের এক কৃষক খুন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে আমতলী ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে- উপজেলার সেকান্দারখালী গ্রামে বসবাসরত নুর ইসলামের ভাতিজা নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগমের থেকে গত ২০ সালে ১০ কেজি চাল ধার নেয়। ওই চাল গত এক বছর ধরে পরিশোধ করেনি আলেয়া। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাচী শ্বাশুড়ী আলেয়া বেগমের কাছে পাওনা চাল চাইতে গেলে রানী বেগম এতে ক্ষিপ্ত হয় চাচী আলেয়া বেগম। এনিয়ে কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। 

এ ঘটনার কিছুক্ষণ পরে চাচী আলেয়ার ছেলে আলানুর মুন্সি, নাতী সাগর মুন্সি ও জামাতা খলিল সিকদার দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে নুরুল ইসলামকে মারতে যায়।

এ সময় নুরুল ইসলাম মুন্সির ছোট ভাই হাসান মুন্সি আলানুরকে বাঁধা দেয়। কিন্তু আলানুরের ছেলে সাগর মুন্সি দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চাচা নুরুল ইসলাম মুন্সির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম গুরুতর আহত হয়। আহত নুরুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। 

নিহত নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগম জানান- চাচী আলেয়া বেগম গত বছর ১০ কেজি চাল ধার নেয়। ওই চাল এক বছরেও পরিশোধ করেনি। বৃহস্পতিবার সকালে আমার ঘরে চাচী আসলে আমি ধার নেয়া চাল তার কাছে চাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার ছেলে আলানুর, নাতী সাগর, জামাতা খলিল সিকদার, মেয়ে খালদা ও আসমাকে পাঠিয়ে দেয়। তারা এসে আমার স্বামীকে ছুরি মেরে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

নিহত নুরুল ইসলাম মুন্সির ছোট ভাই হাসান মুন্সি বলেন, আলানুর বগি নিয়ে আমার ভাইকে মারতে আসে। আমি ওই বগী তার হাত থেকে টেনে নেই। কিন্তু তার ছেলে সাগর মুন্সির ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমার ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। ভাইকে হাসপাতালে আনার পরে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষনা করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।

প্রতিবেশীরা জানান- আলানুর মুন্সির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ও তার ছেলে সাগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। নুরুল ইসলামকে হত্যার ঘটনার বিচার দাবী করেন তারা।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন- নিহত নুরুল ইসলাম মুন্সির পেটের পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে ওই অস্ত্রের আঘাতে তার পেটের নারীভুরি কেটে গেছে। ফলে তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন- নিহত নুরুল ইসলাম মুন্সির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। 

এ ঘটনার সাথে জড়িত আলানুর মুন্সি ও তার মা আলেয়া বেগমকে আটক করা হয়েছে। এ হত্যা ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
BBS cable ad