লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বৃদ্ধ খুনের ঘটনায় মামলা, গ্রেফতার-১

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালক মো. দুলাল (৫০) নামে এক বৃদ্ধকে চুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতের বড় ছেলে মো. রাশেদ বাদী হয়ে অভিযুক্ত মেহেদী হাসানসহ তিন জনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে বৃদ্ধ চালক মো. দুলালকে দোকানের নামনে প্রকাশ্যে চুরিকাঘাত করে হত্যার করার অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (১৮) আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চুরিটি উদ্ধার করে পুলিশ। ওই মামলায় আটক হাসানকে গ্রেফতার দেখানো হয়। সে একই গ্রামের হাফিজ উল্যার ছেলে।
নিহত বৃদ্ধ মো. দুলাল একই গ্রামের মৃত আজিজ উল্যার ছেলে ও ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার শরীরে ডানপাশে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মেম্বারের সুপারি বাগান থেকে সুপারি চুরি করে নাজির ও আসিফ নামে দুইজন। এসময় চুরির দৃশ্যটি মোবাইলে ভিডিও দারণ করে অটোরিকশা চালক বৃদ্ধ দুলালের ছোট ছেলে মুরাদ। এসময় চুরির ভিডিও সুপারির বাগান মালিকে দেখিয়ে দিবে বললে, নাজিম ও আসিফ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তাই মুরাদকে তুলে নিয়ে প্রাণে হত্যা করতে নাজিম তার সহপাটি মেহেদী হাসানকে ভাড়া করে। এনিয়ে মেহেদী হাসান দিনভর চালক দুলাল ও ছেলে মুরাদকে প্রানে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে দোকানের সামনে অটো চালক বৃদ্ধ দুলাল ও মেহেদী হাসানের বাবা হাফিজের বাকবিতন্ডা শুরু হয়। এসময় বাহির থেকে এসেই, কোন কিছু বুঝে উঠার আগেই প্রকাশে চুরি দিয়ে পেটে আঘাত করে মেহেদী হাসান। এতে মাটিতে লুটে পড়ে বৃদ্ধ দুলাল। পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চালক দুলালকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মোহাম্মদনগর গ্রাম থেকে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চুরি উদ্ধার করে তারা।
এদিকে নিহতের ছেলে রাশেদ ও বোন জীবনী সহ স্বজনরা হত্যাকান্ডের ঘটনায় বিচারের দাবী করে জানান, অসহায় দিনমজুর চালক দুলাল। কয়েকদিন পূর্বে ব্রাক থেকে ঋণ নিয়ে অটোরিকশার কিনে চালানো শুরু করে তিনি। অটোরিকশা থেকে যে আয় হয়, তা দিয়ে পুরো সংসারের খরচ চলায়। আজ সংসারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএ ফজলুর হক বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আটক মেহেদী হাসানকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার অপর আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।