South east bank ad

বান্দরবানে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের জেলা কমিটি গঠন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১ অপরাহ্ন   |   সারাদেশ

বান্দরবানে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের জেলা কমিটি গঠন
সোহেল কান্তি নাথ, (বান্দরবন) :

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের বান্দরবান জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মৃত মো:শফিকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম টিপু এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো: তারু মিয়ার ছেলে মোজাম্মেল হাসান।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান মেহেদী হাসান ও মহাসচিব মোঃ সেলিম রেজা এর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির ঘোষণা দেন।

উক্ত কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন,ভাইস-চেয়ারম্যান হিসেবে মো. নুরুল আমিন চৌধুরী,মো: জাফর আলম,মো: সেলিম,মো: শাহাব উদ্দিন,যুগ্ম-মহাসচিব হিসেবে মো:তারেকুর রহমান,মংচিংহাই র্মামা,মো: বোরহান উদ্দিন,সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আশরাফ আলী,সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিনুল হাকিম চৌধুরী,অর্থ সম্পাদক হিসেবে সুমি আক্তার,দপ্তর সম্পাদক হিসেবে অলক বিশ্বাস, প্রচার সম্পাদক হিসেবে হোসাইন আক্তার, কার্য়কারী সদস্য হিসেবে, এসএম তারেকুর ইসলাম, দিদারুল হক চৌধুরী, নুর বানু, সুমি দাস, শ্রাবণী দে, সোনিয়া আক্তার, মো:রুহুল আমিনসহ ২১ সদস্যের একটি আংশিক কমিটি করা হয়েছে।

এদিকে নব নির্বাচিত চেয়ারম্যান মো.শহীদুল ইসলাম টিপু জানান, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এই সংগঠন কাজ করবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ার অগ্রণী ভূমিকা পালন করবে।

এসময় তিনি আরো জানান,আমরা আগামী ৬মাসের মধ্যে একটি র্পূণঙ্গ কমিটি গঠন করবো।২০১৮সালে বান্দরবানে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান সাবেক পৌর মেয়ার মিজানুর রহমান বিল্পব।  তার মৃত্যু পর এটি বান্দরবান জেলায় এটি দ্বিতীয় কমিটি। আগামী ৩বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।
BBS cable ad