শিরোনাম

South east bank ad

শ্রীপুরে র‌্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ১৪

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন   |   র‍্যাব

শ্রীপুরে র‌্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ১৪

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করলে র‌্যাবের দুটি গাড়ি আটকে মারধর ও ভাঙচুর করে ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর থানায় মামলা দুটি করেন র‌্যাব-১-এর ওয়ারেন্ট অফিসার মো. জাফর ইকবাল। মামলা দুটিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শাখাওয়াত হোসেন (২৩), সাব্বির হোসেন (২০), মাহমুদুল হাসান (২৫), আরাফাত হোসেন আকিব (২৩), শফিজুল হক (২৮), মো. সাগর (২৩), মো. মাসুদ (৪৮), মোফাজ্জল (২৭), মো. মারুফ (১৮), শাহজাহান (৪২), আবু বকর সিদ্দিক (২৫), সাহেব আলী (৫৫), মোছা. আঞ্জুমান (২১) ও মোছা. স্মৃতি (২৮)। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক কালের কণ্ঠকে বলেন, ‘অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সেটির একমাত্র আসামি মোশারফ হোসেন।
র‌্যাবের দুইটি গাড়ি আটকে মারধর ও ভাঙচুরসহ আটক করা ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোশারফ হোসেনসহ ২২ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা করা হয়েছে। এ মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

এর আগে গতকাল রবিবার বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে র‌্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় যান।
সেখানে তারা একটি রিকশার গ্যারেজে অভিযান চালান। র‌্যাব সদস্যরা দোকানটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ দোকানের মালিক মোশারফ হোসেনকে আটক করেন। পরে মোশারফ হোসেনের স্বজনসহ কয়েকজন ব্যবসায়ী আশপাশের মানুষদের জড়ো করে র‌্যাবের দুইটি গাড়ির সামনে-পেছনে অবস্থান নেন। তারা (মানুষজন) র‌্যাবের গাড়ি দুইটির সামনে-পেছনে কাঠ, বাঁশ ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা দুইটি গাড়িতে ভাঙচুর চালান।
পরে একযোগে হামলা চালিয়ে আটক করা মোশারফ হোসেনকে ছিনিয়ে নেন তারা।

ওই হামলায় র‌্যাবের উপপরিদর্শকসহ (এসআই) চারজন আহত হন। তারা হলেন সোহাগ হোসেন (২৮), গোলাম মোরশেদ (২৭), সোবহান আলী (৪০) ও মাহবুব (৩১)। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: