South east bank ad

গোয়ালপাড়ার নাম করণ করা হলো ট্যানেল নগর

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ অপরাহ্ন   |   সারাদেশ

গোয়ালপাড়ার নাম করণ করা হলো ট্যানেল নগর
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

দেশে সর্বপ্রথম নির্মাণ হতে চলা বঙ্গবন্ধু ট্যানেলকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাস্তা-ঘাট,শিল্প প্রতিষ্ঠান,শপিংমল,হোটেল-রেস্টুরেন্টসহ নানা দিক দিয়ে ব্যাপক পরিবর্তন আসলেও এবার গ্রামের নামের মধ্যে পরিবর্তন আসতে চলেছে। ট্যানেলের নামের সাথে নাম মিলিয়ে উপজেলার ২নং বারশত ইউনিয়নের গোয়ালপাড়ার নাম করণ করা হয়েছে ট্যানেল নগর করে।

গত শুক্রবার রাতে দক্ষিণ বন্দর এতিমখানা মাঠে সভা আয়োজন করে এই সিদ্ধান্ত নেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।

এসময় স্থানীয়রা জানায়,পাড়ার নাম ট্যানেল নগর নামকরণ করায় আমরা সবাই অনেক খুশি। এবং এখন আমরা ট্যানেল নগরের বাসিন্দা হিসেবে প্রচার প্রচারণায় স্থান পাবে।
BBS cable ad