South east bank ad

আদমদীঘিতে নাশকতার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন   |   দেশ

আদমদীঘিতে নাশকতার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়।
এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, হযরত আলী নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

BBS cable ad