শিরোনাম

South east bank ad

কেরানীগঞ্জে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন   |   দেশ

কেরানীগঞ্জে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বিকেলে কেরানীগঞ্জ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঢাকার ইকুরিয়া থানা, বনগ্রাম বাজার, কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে মো. সোলাইমান হোসেন শুভ (২৮) এবং মো. মোফাজ্জেল হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে।
 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান করা হয়েছে।
BBS cable ad