গাইবান্ধায় নৈশপ্রহরীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আরিফ মিয়ার (৩৬) বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় শুক্রবার (৩০ জানুয়ারি) মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আরিফ মিয়া লালু শেখের ছেলে। তিনি একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আরিফ গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্কুল ছুটির পর বিদ্যালয়ের পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১২ বছরের ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরতে দেরি করলে তিনি তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে বিদ্যালয়ের পাশের একটি বাঁশঝাড়ের দিক থেকে মেয়েকে আসতে দেখলে তিনি বিষয়টি জানতে চান।
তখন মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের ঘটনার কথা জানায়। তিনি পাড়াপ্রতিবেশীদের জানিয়ে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) অনুযায়ী থানায় মামলা দায়ের করেন।
সাঘাটা থানার ওসি মাহাবুবুল আলম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলাটির তদন্ত চলছে। খুব দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।


