দেড় কোটি টাকার চেক বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি:
মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে পটুয়াখালীতে সমাজকল্যঠু মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইডস, জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেসিয়া রোগে আক্রান্ত এককালীন জনপ্রতি ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার চেক বিতরণ করা হয়।
গতকাল রোববার (২৭ মার্চ) রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডয়লেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক শীলা রানী দাস, পুলিশ সুপার প্রতিনিধি জেলা পুলিশ নিয়ন্ত্রন কক্ষ খন্দকার ফেরদৌস আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সমাজ সেবা অধিদপ্তর এর সহকারী-পরিচালক এস এম শাহজাদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম সাহাবুদ্দিন প্রমুখ। জেলার ৮ডঁ উপজেলায় ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস,স্টোকে প্যারালাইডস,জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেসিয়া রোগে আক্রান্ত মোট ৩কু জন রোগীর মাঝে মোট দেড় কোটি টাকা চেক বিতরণ করা হয়।