শরীয়তপুরে নতুন ডিসি তাহসিনা বেগম, অপসারিত আশরাফ উদ্দিনের স্থলাভিষিক্ত

শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন তাহসিনা বেগম। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা এখন থেকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ১৯ জুন রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ২১ জুন তাকে ওএসডি করা হয়। একইসঙ্গে ২২ জুন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তার শৃঙ্খলা পরিপন্থি আচরণের বিষয়ে যাচাই-বাছাই করছে।
দুই সপ্তাহ বেশি সময় শূন্য থাকার পর জেলার প্রশাসনের সর্বোচ্চ পদে নতুন নিয়োগ এলো। তাহসিনা বেগমের নিয়োগে জেলার প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।