জয়পুরহাটে বিলের ঘাটে পর্যটন কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট-এ গড়ে তোলা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র নিঃশব্দ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ জয়।
জেলা প্রশাসক জানান, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য সম্ভাবনাময়। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।