শিরোনাম

South east bank ad

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বিনামূল্যে চিকিৎসা

 প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন   |   সরকার

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বিনামূল্যে চিকিৎসা


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার।  

সোমবার (২১ জুলাই) রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সব বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে এ নির্দেশনা দেওয়া হলো।

সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
BBS cable ad

সরকার এর আরও খবর: