শিরোনাম

South east bank ad

জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধামের ভৈরব মন্দির ও ব্যাসকুন্ড পরিদর্শন

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধামের ভৈরব মন্দির ও ব্যাসকুন্ড পরিদর্শন


সীতাকুণ্ড, চট্টগ্রাম: আজ ২৮/০৮/২০২৫ খ্রি তারিখে  জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব ফরিদা খানম সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধামের ভৈরব মন্দির ও ব্যাসকুন্ড পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে উল্লিখিত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সামগ্রিক বিষয়ে জেলা প্রশাসক মন্তব্য করেন, "চট্টগ্রাম সমগ্র বাংলাদেশে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির এক মিলনমেলা। কোন প্রকার মিথ্যা প্রচারণা বা উস্কানিতে এই সম্প্রীতি কেউ যেন বিনষ্ট না করতে পারে সে ব্যাপারে প্রশাসন, পুলিশ, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা চাই ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে একটি সুন্দর ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় থাকুক।"
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ফখরুল ইসলাম; চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) এবং মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: