শিরোনাম

South east bank ad

ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ
অদ্য ০১ ডিসেম্বর (সোমবার) ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যার এর কারিগরি পরিচালনা সম্পর্কে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জনাব শরীফ উল্যাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।

তিন দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রযুক্তি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি জনসেবায় গতি সঞ্চার করতে সকলকে সচেতনভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: