শিরোনাম

South east bank ad

বরিশালে দুই প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ০২:০৫ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

বরিশালে দুই প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীর বাজার রোডের মেসার্স প্রগতি ট্রেডার্সে ও পিঁয়াজ পট্টি এলাকায় মেসার্স কৃষি বাণিজ্যালয়ে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না করায় দুই প্রতিষ্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ২৮ জুন সোমবার বিকাল ৫ টায় দিকে এঅভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন।
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মহানগরের বাজার রোড, পেঁয়াজ পট্টি, পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় নগরীর পিঁয়াজ পট্টি এলাকার কৃষি বাণিজ্যালয়ে পিঁয়াজ সহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় তাকে ৫ হাজার টাকা এবং বাজার রোডে  প্রগতি ট্রেডার্সে চালের মূল্য তালিকা না থাকার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মূল্য তালিকা না থাকার অপরাধে ২ জন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: