শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে হবিগঞ্জ জেলা প্রশাসন এর পুষ্পস্তবক অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষ থেকে শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হবিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান এঁর সভাপতিত্বে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী এবং পুলিশ সুপার এস.এম মুরাদ আলি। এছাড়াও উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ নাজমুল হাসান, এন.এস.আই এর উপপরিচালক মোঃ আজমল হোসেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হবিগঞ্জ সদর, মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলার সম্মানিত দপ্তর প্রধানগণ, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এছাড়াও অনলাইনে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।