নরসিংদীতে ২০২০ সালের শারদীয় দুর্গোৎসবে সেরা পূজা মন্ডপগুলোর মধ্যে পুরস্কার বিতরণ

নরসিংদীতে গত বৃহস্পতিবার ২০২০ সালের শারদীয় দুর্গোৎসবে সেরা পূজা মন্ডপগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত বছর ২০২০ সালে করোনার প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের ব্যতিক্রমী চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা প্রতিপালনকে প্রধান বিবেচ্য বিষয় বলে গ্রহণ করে জেলার পূজা মন্ডপসমূহের মধ্যে উপজেলাভিত্তিক সেরা পূজা মন্ডপ নির্বাচন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
শারদীয় দুর্গোৎসবকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধনগত ঐতিহ্যের অন্যতম পরিচায়ক হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে মানবতা, ন্যায়পরায়নতা ও ভাতৃত্ববোধের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সকলে দলমত নির্বিশেষে কাজ করে যাওয়ার জন্য সকল ধর্ম- বর্ণ- শ্রেণি- পেশার মানুষের প্রতি আহবান জানান।