South east bank ad

আধুনিক করা হবে পাটুরিয়া-দৌলতদিয়া নদী বন্দর : নৌপরিবহন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০১:৩৬ পূর্বাহ্ন   |   মন্ত্রী

আধুনিক করা হবে পাটুরিয়া-দৌলতদিয়া নদী বন্দর :  নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাটুরিয়া ও দৌলতদিয়া নদী বন্দরে ১ হাজার ৩৫১ কোটি টাকা ব্যয়ে আনুষাঙ্গিক সুবিধাদিসহ আধুনিকায়নের কাজ বাস্তবায়ন করা হবে। এতে করে জনগণের দুর্ভোগ কমে যাবে।

শুক্রবার বিআইডব্লিউটিএর জাহাজযোগে পাটুরিয়া ও দৌলতদিয়ার নদী ভাঙন এবং ‘পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প’ এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।


খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, নদী বন্দরে আধুনিকায়নের কাজ বাস্তবায়ন হলে দুই প্রান্তে ভাঙন হবে না। ঘাটগুলো থাকবে ঝুঁকিমুক্ত। এছাড়া নৌপথগুলোর নাব্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ের সার্বিক তদারকি করছে মন্ত্রণালয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে করোনা অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশের স্বার্থে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালিদ মাহমুদ চৌধুরী পরে পাবনার কাজীরহাট ঘাট পরিদর্শন করেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: