পঞ্চগড়ে সংসদ সদস্য মাজাহারুল হক করোনা আক্রান্ত

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় আসন ১ এর সংসদ সদস্য মাজাহারুল হক প্রধান করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, শনিবার পঞ্চগড় সদর হাসপাতালে ৯৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হলে ৫২ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে শনিবার সকালে সংসদ সদস্য মাজাহারুল হক প্রধান তার সর্দি ও মাথাব্যথা থাকার বিষয়টি ফোনে আমাদের জানান। পরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংসদ সদস্যের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করা হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে তার উপসর্গ থাকলেও আশঙ্কার কিছু নেই। তিনি সুস্থ আছেন এবং নিজ বাড়িতে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।